ঘুষ প্রদানের অভিযোগে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে অধিবেশনে আলোচনার দাবিতে উত্তেজনা ছড়িয়েছে দেশটির সংসদে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের সুপ্রিম কোর্টেও আদানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর কী প্রভাব পড়বে তা নিয়ে উদ্বিগ্ন পুঁজিবাজারে আদানির শেয়ারে লগ্নিকারী থেকে শুরু করে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো।
সোমবার (২৫ নভেম্বর) ভারতের সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই আদানি ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠে পার্লামেন্ট। আদানি ছাড়াও মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশের সম্ভল এমন নানান ইস্যুতে হট্টগোলের মধ্যে মুলতবি করা হয় অধিবেশন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানি ঘনিষ্ঠ সম্পর্কের কথা সুপরিচিত। বিজেপি বিরোধীদের অভিযোগ, সরকারি কাজের বিনিময়ে বিজেপিকে অর্থায়ন করেন গৌতম আদানি। সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার প্রাক্বালে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন বলেন, এই ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। তিনি বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটেরও একই দাবি, কারণ আদানিতে বিনিয়োগ করা ভারতের শত শত ছোট বিনিয়োগকারীদের কষ্টার্জিত বিনিয়োগও এখন হুমকির সম্মুখীন।
রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় বলেছেন, আদানিকে নিয়ে আলোচনার দাবি জানিয়ে ১৩টি নোটিস পেয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি এ বিষয়ে বক্তব্যের সময় অন্য আইনপ্রণেতারাও কথা বলার দাবি জানালে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। পরে এক ঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এরপর নানা ইস্যু নিয়ে বাগ্বিতণ্ডায় উত্তাপ সৃষ্টি হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় উচ্চ কক্ষের অধিবেশন।
এদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎচুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী দেশটি। এমনটিই শ্রীলঙ্কার দেশটির সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাক্রমসিংহে জানান, শ্রীলঙ্কার পূর্ববর্তী সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। আদানি গ্রুপে নতুন বিনিয়োগ স্থগিত করেছে ফ্রান্সভিত্তিক জ্বালানি খাতের জায়ান্ট টোটালএনার্জিও।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে