খুলনা বিভাগীয় বইমেলা ২০২৪ আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে। সাত দিনব্যাপী এ বই মেলা ২ ডিসেম্বর শেষ হবে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে এবারের বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৮০টি স্টল থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজনে, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২২ নভেম্বর) বইমেলা আয়োজন কমিটির সদস্যসচিব হামিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা চলবে এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টায় মেলা শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। এই মেলার ৮০টি স্টলের মধ্যে ৬০টি থাকবে ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য। ১০টি স্টল থাকবে খুলনা বিভাগের প্রকাশকদের জন্য। সেখানে সংশ্লিষ্ট জেলার কবি, সাহিত্যিক, প্রকাশকরা তাদের নিজস্ব প্রকাশনাগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। চারটি স্টল থাকবে সরকারি অফিসের জন্য। দুটি স্টল বরাদ্দ থাকবে মেলায় কর্মরত পুলিশ সদস্যদের বসার জন্য। এ ছাড়াও খাবারের স্টল থাকবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
শুক্রবার (২২ নভেম্বর) বইমেলা আয়োজন কমিটির সদস্যসচিব হামিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা চলবে এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টায় মেলা শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। এই মেলার ৮০টি স্টলের মধ্যে ৬০টি থাকবে ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য। ১০টি স্টল থাকবে খুলনা বিভাগের প্রকাশকদের জন্য। সেখানে সংশ্লিষ্ট জেলার কবি, সাহিত্যিক, প্রকাশকরা তাদের নিজস্ব প্রকাশনাগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। চারটি স্টল থাকবে সরকারি অফিসের জন্য। দুটি স্টল বরাদ্দ থাকবে মেলায় কর্মরত পুলিশ সদস্যদের বসার জন্য। এ ছাড়াও খাবারের স্টল থাকবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে