রাজ্যে শীত আগমনের পরই খেলা শুরু ঠাণ্ডার। হু হু করে কমছে তাপমাত্রা। নেমেছে কলকাতার তাপমাত্রার পারদ। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি।
তবে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামীদিনে আরও কমবে তাপমাত্রা। আগামী দুই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রির মধ্যে।
এদিকে শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। ক্রমশ বাড়বে উত্তরের হাওয়ার দাপট। গোটা সপ্তাহজুড়েই বজায় থাকবে শীতকালীন আবহাওয়া।
সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকেই উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে।
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। এদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের সর্বত্র।
বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। আগামী কয়েকদিন পরিস্থিতি একই থাকবে। সকালের দিকে প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
তবে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামীদিনে আরও কমবে তাপমাত্রা। আগামী দুই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রির মধ্যে।
এদিকে শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। ক্রমশ বাড়বে উত্তরের হাওয়ার দাপট। গোটা সপ্তাহজুড়েই বজায় থাকবে শীতকালীন আবহাওয়া।
সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকেই উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে।
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। এদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের সর্বত্র।
বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। আগামী কয়েকদিন পরিস্থিতি একই থাকবে। সকালের দিকে প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে