রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহৃত শিশুটিকে উদ্ধার করে বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে র্যাব।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে অপহরণ করা ওই শিশুকে মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করে র্যাব। গ্রেপ্তার করা হয় সারাদেশে আলোড়ন তৈরি করা এ ঘটনায় জড়িত ফাতেমা আক্তার শাপলাকে (২৭)।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার আগে তার মায়ের হাত পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়া হয়েছিলো। এরপর অজ্ঞান করার জন্য মা ও শিশু- দুজনের মুখেই ‘স্প্রে’ করে দেয়া হয়েছিলো। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি শিশুটিকে নিয়ে গিয়েছিলো অপহরণকারীরা। তাদের উদ্দেশ্য ছিলো মুক্তিপণ আদায়।
শিশুটির পিতা মোহাম্মদ আবু জাফর ফোনে সাংবাদিকদের বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। র্যাব আমাদের বাচ্চাটাকে ফেরত এনেছে। এখন সে তার মায়ের কোলে। আমি পাশেই আছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে অপহরণ করা ওই শিশুকে মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করে র্যাব। গ্রেপ্তার করা হয় সারাদেশে আলোড়ন তৈরি করা এ ঘটনায় জড়িত ফাতেমা আক্তার শাপলাকে (২৭)।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার আগে তার মায়ের হাত পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়া হয়েছিলো। এরপর অজ্ঞান করার জন্য মা ও শিশু- দুজনের মুখেই ‘স্প্রে’ করে দেয়া হয়েছিলো। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি শিশুটিকে নিয়ে গিয়েছিলো অপহরণকারীরা। তাদের উদ্দেশ্য ছিলো মুক্তিপণ আদায়।
শিশুটির পিতা মোহাম্মদ আবু জাফর ফোনে সাংবাদিকদের বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। র্যাব আমাদের বাচ্চাটাকে ফেরত এনেছে। এখন সে তার মায়ের কোলে। আমি পাশেই আছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে