এবার বাংলাদেশকে চাপে রাখতে ভারত সীমান্ত পাড়ি দেয়া নদীর পানি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে দাবি বিশিষ্টজনদের। এ অবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারতকে সব বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায়ও পানি বণ্টন নিয়ে নানা অভিযোগ তোলেন বক্তারা।
বক্তারা বলেন, ‘বরাবরই সীমান্ত পাড়ি দেয়া নদীর পানির অসম বণ্টনের ভুক্তভোগী বাংলাদেশ। অসময়ে অতিরিক্ত পানির প্রবাহে যেমন বন্যা দেখা দেয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় কৃষিকাজ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কতটুকু মানা হয় তা নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন অধিকারকর্মীরা।’
এ সময় ভারতের সঙ্গে পানির চুক্তিতে ন্যায্যতা না পাওয়ার পুরো দায় শাসকগোষ্ঠীকে দিয়ে পররাষ্ট্র নীতিতে সংস্কার আনার দাবি জানান তাঁরা। এ ক্ষেত্রে বাংলাদেশের চাহিদা গুরুত্ব দেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠনগুলো সক্রিয় করার ব্যাপারেও কাজ করার আহ্বান তাদের।
সভায় সীমান্তে হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং যেকোনো বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতকে আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। খসরু বলেন, দুদেশের পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। পরস্পরের স্বার্থ বিবেচনা করতে হবে। এ ছাড়া যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ কুফী বলেন, ভারত কি চীন সীমান্তে কোনো মানুষ হত্যা করছে? পাকিস্তান সীমান্তেও কি কাউকে হত্যা করতে পারছে? অথচ বাংলাদেশ সীমান্তে হত্যা করা হচ্ছে। তাহলে সবচেয়ে বড় শত্রু কে? আমরাই কি সবচেয়ে বড় শত্রু? বৃহৎ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে ভারতকে অতিরিক্ত গুরুত্ব না দেয়ারও পরামর্শ দেন বক্তারা।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায়ও পানি বণ্টন নিয়ে নানা অভিযোগ তোলেন বক্তারা।
বক্তারা বলেন, ‘বরাবরই সীমান্ত পাড়ি দেয়া নদীর পানির অসম বণ্টনের ভুক্তভোগী বাংলাদেশ। অসময়ে অতিরিক্ত পানির প্রবাহে যেমন বন্যা দেখা দেয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় কৃষিকাজ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কতটুকু মানা হয় তা নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন অধিকারকর্মীরা।’
এ সময় ভারতের সঙ্গে পানির চুক্তিতে ন্যায্যতা না পাওয়ার পুরো দায় শাসকগোষ্ঠীকে দিয়ে পররাষ্ট্র নীতিতে সংস্কার আনার দাবি জানান তাঁরা। এ ক্ষেত্রে বাংলাদেশের চাহিদা গুরুত্ব দেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠনগুলো সক্রিয় করার ব্যাপারেও কাজ করার আহ্বান তাদের।
সভায় সীমান্তে হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং যেকোনো বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতকে আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। খসরু বলেন, দুদেশের পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। পরস্পরের স্বার্থ বিবেচনা করতে হবে। এ ছাড়া যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ কুফী বলেন, ভারত কি চীন সীমান্তে কোনো মানুষ হত্যা করছে? পাকিস্তান সীমান্তেও কি কাউকে হত্যা করতে পারছে? অথচ বাংলাদেশ সীমান্তে হত্যা করা হচ্ছে। তাহলে সবচেয়ে বড় শত্রু কে? আমরাই কি সবচেয়ে বড় শত্রু? বৃহৎ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে ভারতকে অতিরিক্ত গুরুত্ব না দেয়ারও পরামর্শ দেন বক্তারা।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে