উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট করে পর্তুগালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ ম্যাচে কেবল জোড়া গোলই করেননি সিআর সেভেন। গড়েছেন নতুন রেকর্ডও।
৩৯ বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এমন দিনে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার হয়েছেন রোনাল্ডো। পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে ঝড় তুলে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে লেয়ায়ের গোলে গোলখরা কাটে পর্তুগালের। এরপর ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৮৭ মিনিটে জোড়া গোল আদায় করে নেন রোনাল্ডো। মাঝে নেটোকে দিয়ে এক গোল করান রোনাল্ডো।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৯১০-এ। দুটোই তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এযাবতকালের সর্বোচ্চ।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
৩৯ বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এমন দিনে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার হয়েছেন রোনাল্ডো। পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে ঝড় তুলে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে লেয়ায়ের গোলে গোলখরা কাটে পর্তুগালের। এরপর ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৮৭ মিনিটে জোড়া গোল আদায় করে নেন রোনাল্ডো। মাঝে নেটোকে দিয়ে এক গোল করান রোনাল্ডো।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৯১০-এ। দুটোই তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এযাবতকালের সর্বোচ্চ।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে