ভোলার চরফ্যাশনে ধান সেদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরণে আলামিন মাঝি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফিরোজ নামে একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আলামিন একই এলাকার আব্দুল জলিল মাঝির ছেলে।
ভোর থেকে আলামিন ও ফিরোজসহ কয়েকজন মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আলামিনের মৃত্যু হয়। এসময় ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন সদর হাসপাতালে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি এটি একটি দুর্ঘটনা।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আলামিন একই এলাকার আব্দুল জলিল মাঝির ছেলে।
ভোর থেকে আলামিন ও ফিরোজসহ কয়েকজন মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আলামিনের মৃত্যু হয়। এসময় ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন সদর হাসপাতালে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি এটি একটি দুর্ঘটনা।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে