চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর সময় যতই এগোচ্ছে। আসর ঘিরে শঙ্কা ততোই বাড়ছে। দু’দেশের দ্বন্দ্ব মেটাতে টালমাটাল পরিস্থিতি আইসিসির। যা বুঝতে পারছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কোনো কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি না হলে দীর্ঘ মেয়াদে এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। তাঁর শঙ্কা দীর্ঘ মেয়াদে এই দু’দেশ মুখোমুখি নাও হতে পারে।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। সিদ্ধান্ত পাকিস্তানে যাবে না তাঁরা। তাঁদের চাওয়া নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলা। যা পাকিস্তান কোনোভাবেই হতে দিতে চাচ্ছে না। নিজেদের মাটিতে সম্পূর্ণ আয়োজন করতে চায় দেশটি।
এ অবস্থায় দু’দেশের সম্পর্কে আরও অবনতি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভন। ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক।
ভন বলেন, ‘ভারত স্পষ্টতই ঘোষণা করেছে যে তারা পাকিস্তানে খেলবে না’ মনে হচ্ছে তারা দুবাইতে খেলতে যাচ্ছে। আর এটি হলে সম্ভবত, আমরা ভারতকে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ সময়ের জন্য মুখোমুখি হতে নাও দেখতে পারি।’
এই উদ্বেগ সত্ত্বেও, ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ পুনরুজ্জীবিত করার বিষয়ে আশাবাদী ভন। তিনি প্রস্তাব দিয়েছেন প্রয়োজনে অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যের মতো নিরপেক্ষ ভেন্যু সিরিজটি আয়োজন করা যেতে পারে। এতে উভয় দেশের ক্রিকেট ভক্তরা ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে পারে।
এ নিয়ে ভন বলেন, ‘ভারত বনাম পাকিস্তান: আপনারা যদি এটি নিজেদের মাঠে খেলতে না পারেন তবে এটি অস্ট্রেলিয়াতে খেলুন; আমরা এটিকে যুক্তরাজ্যে আয়োজন করব। তবে এটা দুঃখজনক যে ভারত পাকিস্তানে যাবে না; যা এই খেলাকে প্রভাবিত করবে।’
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। সিদ্ধান্ত পাকিস্তানে যাবে না তাঁরা। তাঁদের চাওয়া নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলা। যা পাকিস্তান কোনোভাবেই হতে দিতে চাচ্ছে না। নিজেদের মাটিতে সম্পূর্ণ আয়োজন করতে চায় দেশটি।
এ অবস্থায় দু’দেশের সম্পর্কে আরও অবনতি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভন। ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক।
ভন বলেন, ‘ভারত স্পষ্টতই ঘোষণা করেছে যে তারা পাকিস্তানে খেলবে না’ মনে হচ্ছে তারা দুবাইতে খেলতে যাচ্ছে। আর এটি হলে সম্ভবত, আমরা ভারতকে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ সময়ের জন্য মুখোমুখি হতে নাও দেখতে পারি।’
এই উদ্বেগ সত্ত্বেও, ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ পুনরুজ্জীবিত করার বিষয়ে আশাবাদী ভন। তিনি প্রস্তাব দিয়েছেন প্রয়োজনে অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যের মতো নিরপেক্ষ ভেন্যু সিরিজটি আয়োজন করা যেতে পারে। এতে উভয় দেশের ক্রিকেট ভক্তরা ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে পারে।
এ নিয়ে ভন বলেন, ‘ভারত বনাম পাকিস্তান: আপনারা যদি এটি নিজেদের মাঠে খেলতে না পারেন তবে এটি অস্ট্রেলিয়াতে খেলুন; আমরা এটিকে যুক্তরাজ্যে আয়োজন করব। তবে এটা দুঃখজনক যে ভারত পাকিস্তানে যাবে না; যা এই খেলাকে প্রভাবিত করবে।’
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে