বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪:
পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও সিরিজ জয়ের আশার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জিতে রাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এবার শুরু হবে ভারত সিরিজের প্রস্তুতি।
ভারতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে যাবেন। তবে টেস্ট ও টি-২০ দলের ক্রিকেটাররা একসঙ্গে যাবেন নাকি আলাদা যাবেন তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত একটি টি-২০ ম্যাচ জিতেছে।
নিউজ ডেস্ক/এসকে
পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও সিরিজ জয়ের আশার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জিতে রাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এবার শুরু হবে ভারত সিরিজের প্রস্তুতি।
ভারতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে যাবেন। তবে টেস্ট ও টি-২০ দলের ক্রিকেটাররা একসঙ্গে যাবেন নাকি আলাদা যাবেন তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত একটি টি-২০ ম্যাচ জিতেছে।
নিউজ ডেস্ক/এসকে