মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় হতাশা প্রকাশ করে একটি বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। শনিবার (৯ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেয়ার যে অঙ্গীকার ট্রাম্প করেছেন তার বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভে অংশ নিতে নিউইয়র্ক ও সিয়াটলসহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ।
ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল, ‘আমরা আমাদের রক্ষা করি, ‘মি. প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন, ‘আমরা পিছু হটব না’। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠন ‘উইমেন্স মার্চ’–এর কর্মীরা।
বিক্ষোভের আয়োজকদের একজন স্টিভ ক্যাপরি। ডব্লিউপিএক্সআই টিভিকে তিনি বলেন, ‘সামনে যা ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমরা শঙ্কিত। কারণ ট্রাম্প আমাদের সবার জন্যই হুমকি।’
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) ওরেগনের পোর্টল্যান্ড শহরে ট্রাম্পবিরোধী একই রকমের বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিদের কারও হাতে ছিল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করো’, ‘ভয়কে শক্তিতে পরিণত করো’ এমন নানা স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড। সূত্র : দ্য গার্ডিয়ান
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেয়ার যে অঙ্গীকার ট্রাম্প করেছেন তার বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভে অংশ নিতে নিউইয়র্ক ও সিয়াটলসহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ।
ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল, ‘আমরা আমাদের রক্ষা করি, ‘মি. প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন, ‘আমরা পিছু হটব না’। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠন ‘উইমেন্স মার্চ’–এর কর্মীরা।
বিক্ষোভের আয়োজকদের একজন স্টিভ ক্যাপরি। ডব্লিউপিএক্সআই টিভিকে তিনি বলেন, ‘সামনে যা ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমরা শঙ্কিত। কারণ ট্রাম্প আমাদের সবার জন্যই হুমকি।’
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) ওরেগনের পোর্টল্যান্ড শহরে ট্রাম্পবিরোধী একই রকমের বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিদের কারও হাতে ছিল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করো’, ‘ভয়কে শক্তিতে পরিণত করো’ এমন নানা স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড। সূত্র : দ্য গার্ডিয়ান
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে