​রিমান্ড শেষে কারাগারে তাপস ও শমী

আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৫:৫২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:৫২:৫২ অপরাহ্ন
হত্যাচেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শমী কায়সারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। 

এর আগে পুলিশের হেফাজত থেকে তাদের আদালতে আনা হয়। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর মো. মহিববুল্লাহ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি ক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ৬ নভেম্বর তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৫ নভেম্বর রাতে শমী কায়সারকেও উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :