গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে আগামীকাল রোববার (১০ নভেম্বর) এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে বাংলাদেশে আওয়ামী লীগের কোন সভা, সমাবেশ মিছিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে একথা জানান তিনি। এর আগে শুক্রবার (৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।
পোস্টে প্রেস সচিব লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।’ অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর (রোববার) শহিদ নূর হোসেন দিবসে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ওইদিন বিকাল চারটায় রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি। শুক্রবার (৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, 'আগামী ১০ নভেম্বর ২০২৪, রবিবার, বিকাল ৩টায় শহিদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।'
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনাআইএন/এসকে
শনিবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে একথা জানান তিনি। এর আগে শুক্রবার (৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।
পোস্টে প্রেস সচিব লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।’ অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর (রোববার) শহিদ নূর হোসেন দিবসে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ওইদিন বিকাল চারটায় রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি। শুক্রবার (৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, 'আগামী ১০ নভেম্বর ২০২৪, রবিবার, বিকাল ৩টায় শহিদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।'
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনাআইএন/এসকে