বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪:
গোপণে দেশ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শদাতা অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি এখন কানাডায় অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে ১৬০ জন আওয়ামীপন্থী শিল্পী, নির্মাতা ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। সম্প্রতি ওই গ্রুপের আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসে। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শও দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
এর পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। তবে জানা গেল, গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। শেখ হাসিনার সরকার পতনের দুই-তিন দিনপরই কানাডা চলে যান তিনি।
গত ৮ আগস্ট দেশ ছাড়ার সময় অরুণা বিশ্বাস সামাজিকমাধ্যমে দেশ ছাড়ার আভাস দেন। সেদিন ফেসবুকে তিনি লেখেন, ‘প্রিয় জন্মভূমি আমার, ভালো থেকো বাংলাদেশ। ’
জানা গেছে, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে আশ্রয় নেয়ারপরপরই সুযোগ বুঝে আগস্টের ৬-৯ তারিখের মধ্যে দেশত্যাগ করেছেন তিনি। আগে থেকেই সেখানে তাঁর ছেলে থাকেন।
এর আগে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল ‘লাল’ করায় এক সংগীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, ‘বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। ’
‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।
নিউজ ডেস্ক/এসকে
গোপণে দেশ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শদাতা অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি এখন কানাডায় অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে ১৬০ জন আওয়ামীপন্থী শিল্পী, নির্মাতা ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। সম্প্রতি ওই গ্রুপের আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসে। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শও দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
এর পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। তবে জানা গেল, গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। শেখ হাসিনার সরকার পতনের দুই-তিন দিনপরই কানাডা চলে যান তিনি।
গত ৮ আগস্ট দেশ ছাড়ার সময় অরুণা বিশ্বাস সামাজিকমাধ্যমে দেশ ছাড়ার আভাস দেন। সেদিন ফেসবুকে তিনি লেখেন, ‘প্রিয় জন্মভূমি আমার, ভালো থেকো বাংলাদেশ। ’
জানা গেছে, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে আশ্রয় নেয়ারপরপরই সুযোগ বুঝে আগস্টের ৬-৯ তারিখের মধ্যে দেশত্যাগ করেছেন তিনি। আগে থেকেই সেখানে তাঁর ছেলে থাকেন।
এর আগে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল ‘লাল’ করায় এক সংগীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, ‘বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। ’
‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।
নিউজ ডেস্ক/এসকে