হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা অ্যাডভোকেটকে মেরে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনা সাজানো বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
ঢাকা শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, বৃহস্পতিবার আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর একটি পক্ষ আইনজীবী স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেন। প্রকৃতপক্ষে সে আমুর আইনজীবী নয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।
এছাড়া, শুনানিকালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু কোনো প্রকারের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত নন ওমর ফারুক ফারুকী। তবে ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।
এর আগে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মহানগর হাকিম শাহিন রেজার আদালতে আমির হোসেন আমুর রিমান্ড মঞ্জুরের পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/
ঢাকা শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, বৃহস্পতিবার আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর একটি পক্ষ আইনজীবী স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেন। প্রকৃতপক্ষে সে আমুর আইনজীবী নয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।
এছাড়া, শুনানিকালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু কোনো প্রকারের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত নন ওমর ফারুক ফারুকী। তবে ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।
এর আগে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মহানগর হাকিম শাহিন রেজার আদালতে আমির হোসেন আমুর রিমান্ড মঞ্জুরের পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/