বিচার বিভাগ সংস্কার করতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার এই আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় প্রধান বিচারপতির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৪৫ মিনিট চলে এ বৈঠক। এ সময় সারাহ কুক বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্যের সহযোগিতা করার আশ্বাস ছাড়াও বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় প্রধান বিচারপতির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৪৫ মিনিট চলে এ বৈঠক। এ সময় সারাহ কুক বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্যের সহযোগিতা করার আশ্বাস ছাড়াও বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে