নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় আব্দুস সামাদ (৩৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামাদ বনপাড়া পৌর এলাকার হোসেন ফকিরের ছেলে।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার (ওসি) ইসমাইল হোসেন জানান, আব্দুস সামাদ তাঁর ভ্যানযোগে আহমেদপুর খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন ভ্যানের যাত্রী।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামাদের মরদেহ উদ্ধার করে। সেই সাথে আহত যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বাসটিকে সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার (ওসি) ইসমাইল হোসেন জানান, আব্দুস সামাদ তাঁর ভ্যানযোগে আহমেদপুর খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন ভ্যানের যাত্রী।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামাদের মরদেহ উদ্ধার করে। সেই সাথে আহত যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বাসটিকে সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে