
নাফ নদী থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাঁরা সবাই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
শাহপরীর দ্বীপের ওই ২০ জেলে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় আরকান আর্মি তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারে নিয়ে যায়।
বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাঁদের ফেরত আনার চেষ্টা চলছে।
বাংলা স্কুপ/ডেস্ক /এসকে
শাহপরীর দ্বীপের ওই ২০ জেলে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় আরকান আর্মি তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারে নিয়ে যায়।
বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাঁদের ফেরত আনার চেষ্টা চলছে।
বাংলা স্কুপ/ডেস্ক /এসকে