
টানা একবছর ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির তুমুল প্রচারের পরিসমাপ্তি ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ মঙ্গলবার (৫নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
২৪ কোটির বেশি ভোটার তাদের ভোটের মাধ্যমে কমলা ও ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবে। স্থানীয় সময় সকাল ৭টায় এবংবাংলাদেশ সময় রাত ৯টায় এ ভোটগ্রহণ শুরু হবে। বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা থেকে রাত১০টার মধ্যে।এবারের নির্বাচনে ৪৭তম প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচন। জাতীয়তাবাদের উত্থানের বিপরীতে উদারপন্থি রাজনীতির ধারাবাহিকতা রক্ষার লড়াই হচ্ছে এবার। বলা হচ্ছে, দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে কমলা ও ট্রাম্পের জয়-পরাজয়। যদিও একতৃতীয়াংশের বেশি ভোটার এরই মধ্যে তাদের আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের দুইশ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট। ইতিহাস তৈরির হাতছানি কমলার সামনে।অপরদিকে গত নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তনের প্রত্যয় ট্রাম্পের।হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
ক্যালিফোর্নিয়ার সংগ্রামী নারীনেত্রী কমলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।অন্যদিকে মার্কিনমুল্লুকের অন্যতম সেরা ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।শুধু যুক্তরাষ্ট্রের জনগণের কাছেই নয়; যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত বিশ্ব আর বিশ্বঅর্থনীতির টালমাটাল অবস্থায় এবারের মার্কিন নির্বাচন বিশ্বের কাছেও তাৎপর্যপূর্ণ।
সরাসরি ভোটারদের ভোটে নয়, বরং ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন।হোয়াইট হাউজে যেতে হলে তাকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৪জন এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন আইনপ্রণেতাকেও বেছে নেবেন ভোটাররা।
ট্রাম্প-কমলার বাইরেও আলোচনায় আছেন আরও তিনজন প্রার্থী। তারা হলেন, গ্রিনপার্টির নেতা জিলস্টেইন যিনি পেশায় চিকিৎসক ও পরিবেশকর্মী, লিবার্টারিয়ান পার্টির প্রধান ও সাবেক ডেমোক্রেট চেজ অলিভার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শিক্ষাবিদ ও বর্ণবাদবিরোধী নেতা কর্নেল ওয়েস্ট।
হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে কে জয়ী হবেন, কে হাসবেন শেষ হাসি- কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? এ প্রশ্নের জবাব পেতে এখন শেষমুহূর্তের অপেক্ষা।অনেক ভোটার শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। নীরব ভোটার আছেন অনেক।তাই ফলাফল প্রকাশের আগে কে জয়ী হবেন, তা অনুমান করা যাচ্ছে না।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
২৪ কোটির বেশি ভোটার তাদের ভোটের মাধ্যমে কমলা ও ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবে। স্থানীয় সময় সকাল ৭টায় এবংবাংলাদেশ সময় রাত ৯টায় এ ভোটগ্রহণ শুরু হবে। বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা থেকে রাত১০টার মধ্যে।এবারের নির্বাচনে ৪৭তম প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচন। জাতীয়তাবাদের উত্থানের বিপরীতে উদারপন্থি রাজনীতির ধারাবাহিকতা রক্ষার লড়াই হচ্ছে এবার। বলা হচ্ছে, দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে কমলা ও ট্রাম্পের জয়-পরাজয়। যদিও একতৃতীয়াংশের বেশি ভোটার এরই মধ্যে তাদের আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের দুইশ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট। ইতিহাস তৈরির হাতছানি কমলার সামনে।অপরদিকে গত নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তনের প্রত্যয় ট্রাম্পের।হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
ক্যালিফোর্নিয়ার সংগ্রামী নারীনেত্রী কমলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।অন্যদিকে মার্কিনমুল্লুকের অন্যতম সেরা ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।শুধু যুক্তরাষ্ট্রের জনগণের কাছেই নয়; যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত বিশ্ব আর বিশ্বঅর্থনীতির টালমাটাল অবস্থায় এবারের মার্কিন নির্বাচন বিশ্বের কাছেও তাৎপর্যপূর্ণ।
সরাসরি ভোটারদের ভোটে নয়, বরং ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন।হোয়াইট হাউজে যেতে হলে তাকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৪জন এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন আইনপ্রণেতাকেও বেছে নেবেন ভোটাররা।
ট্রাম্প-কমলার বাইরেও আলোচনায় আছেন আরও তিনজন প্রার্থী। তারা হলেন, গ্রিনপার্টির নেতা জিলস্টেইন যিনি পেশায় চিকিৎসক ও পরিবেশকর্মী, লিবার্টারিয়ান পার্টির প্রধান ও সাবেক ডেমোক্রেট চেজ অলিভার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শিক্ষাবিদ ও বর্ণবাদবিরোধী নেতা কর্নেল ওয়েস্ট।
হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে কে জয়ী হবেন, কে হাসবেন শেষ হাসি- কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? এ প্রশ্নের জবাব পেতে এখন শেষমুহূর্তের অপেক্ষা।অনেক ভোটার শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। নীরব ভোটার আছেন অনেক।তাই ফলাফল প্রকাশের আগে কে জয়ী হবেন, তা অনুমান করা যাচ্ছে না।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে