গাজার উত্তরাঞ্চলে ২টি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন শিশু রয়েছে।
গাজার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলা চালানো ওই ২ বহুতল আবাসিক ভবনে ১৭০ জন আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকা অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী অব্যাহত বোমা হামলা চালায়।
এই ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ উল্লেখ করে গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সেখানে উদ্ধারকর্মীরাও যেতে পারছেন না। এলাকাটিতে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণ সহায়তা দেওয়াও সম্ভব হচ্ছে না।
বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
গাজার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলা চালানো ওই ২ বহুতল আবাসিক ভবনে ১৭০ জন আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকা অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী অব্যাহত বোমা হামলা চালায়।
এই ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ উল্লেখ করে গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সেখানে উদ্ধারকর্মীরাও যেতে পারছেন না। এলাকাটিতে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণ সহায়তা দেওয়াও সম্ভব হচ্ছে না।
বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে