দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খিস্ট্রান ধর্মাবলম্বীদের একটি পুরোনো চার্চ প্রতিপক্ষরা ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গুড়িয়ে দেওয়া চার্চের সুপার ভাইজার ইলিয়াস সরেন জানান, ৩নং খানপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খিস্ট্রানদের উপসনালয় তৈরির জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির উপর ২০০৮ সালে দুইতলা বিশিষ্ট ইউনাইটেড ব্যাথানি চার্চের ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তাঁর পুত্ররা সেই জমি নিজের বলে দখলে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুচিয়া মার্ডির ২ ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চের বিল্ডিংটি গুড়িয়ে দিয়েছে।
বিল্ডিং ভাঙ্গার কথা অকপটে স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকরি দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তারা চার্চের বিল্ডিং ভেঙ্গে দিয়েছেন।
৩নং খানপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ৫নং ওয়ার্ড সদস্য ফ্লাবিউস হেমরম প্রতিপক্ষ দ্বারা বিল্ডিং গুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গুড়িয়ে দেওয়া চার্চের সুপার ভাইজার ইলিয়াস সরেন শুক্রবার থানায় এসেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।
বাংলা স্কুপ/দিনাজপুর প্রতিনিধি/এসকে
গুড়িয়ে দেওয়া চার্চের সুপার ভাইজার ইলিয়াস সরেন জানান, ৩নং খানপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খিস্ট্রানদের উপসনালয় তৈরির জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির উপর ২০০৮ সালে দুইতলা বিশিষ্ট ইউনাইটেড ব্যাথানি চার্চের ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তাঁর পুত্ররা সেই জমি নিজের বলে দখলে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুচিয়া মার্ডির ২ ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চের বিল্ডিংটি গুড়িয়ে দিয়েছে।
বিল্ডিং ভাঙ্গার কথা অকপটে স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকরি দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তারা চার্চের বিল্ডিং ভেঙ্গে দিয়েছেন।
৩নং খানপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ৫নং ওয়ার্ড সদস্য ফ্লাবিউস হেমরম প্রতিপক্ষ দ্বারা বিল্ডিং গুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গুড়িয়ে দেওয়া চার্চের সুপার ভাইজার ইলিয়াস সরেন শুক্রবার থানায় এসেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।
বাংলা স্কুপ/দিনাজপুর প্রতিনিধি/এসকে