ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাতে তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকার শাহবাগ থানায় এনে রাখা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় শাহিদুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ তিন বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে তোলা হয়। একপর্যায়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করলে ট্র্যাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহিদুল ইসলামের বর্তমান কর্মস্থল ছিল কক্সবাজার। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে লাশ পোড়ানোসহ কয়েকটি মামলায় রয়েছে আশুলিয়া ও সাভার থানায়।
গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনা ঘটে।
গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে প্রথম ডিএমপির মিরপুর জোনের সাবেক ডিসি মো: জসিম উদ্দিন মোল্লাকে বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
বুধবার (৩০ অক্টোবর) রাতে তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকার শাহবাগ থানায় এনে রাখা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় শাহিদুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ তিন বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে তোলা হয়। একপর্যায়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করলে ট্র্যাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহিদুল ইসলামের বর্তমান কর্মস্থল ছিল কক্সবাজার। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে লাশ পোড়ানোসহ কয়েকটি মামলায় রয়েছে আশুলিয়া ও সাভার থানায়।
গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনা ঘটে।
গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে প্রথম ডিএমপির মিরপুর জোনের সাবেক ডিসি মো: জসিম উদ্দিন মোল্লাকে বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে