গ্রেপ্তার পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাঁকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই প্রথম গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে আনা হলো।
এর আগে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বুধবার রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
এর আগে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বুধবার রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে