বাংলা স্কুপ, ৩ সেপ্টেম্বর ২০২৪:
মানহানির পৃথক পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে গত আওয়ামী লীগ আমলে মামলাগুলো দায়ের হয়েছিল। অভিযোগকারীরা কোনো ব্যবস্থা না নিয়ে শুনানির কয়েক তারিখে অনুপস্থিত থাকায় মামলাগুলো খারিজ করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।
এদিন খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহসহ প্রমুখ।
নিউজ ডেস্ক/এসকে
মানহানির পৃথক পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে গত আওয়ামী লীগ আমলে মামলাগুলো দায়ের হয়েছিল। অভিযোগকারীরা কোনো ব্যবস্থা না নিয়ে শুনানির কয়েক তারিখে অনুপস্থিত থাকায় মামলাগুলো খারিজ করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।
এদিন খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহসহ প্রমুখ।
নিউজ ডেস্ক/এসকে