নিমরত কউর– বিগত বেশ কিছু দিন ধরেই এই নাম নিয়ে চতুর্দিকে আলোড়ন। শোনা যাচ্ছে, তাঁর কারণেই নাকি এতদিনের সাধের সংসার ভাঙতে চলেছে অভিষেক ও ঐশ্বরিয়ার। এও জানা যাচ্ছে, নিমরতের সঙ্গে নাকি সম্পর্কে বেশ খানিকটা এগিয়েই গিয়েছেন অভিষেক। কে এই নিমরত? কী তাঁর পরিচয়? জানেন কেমন কেটেছে তাঁর ছোটবেলা? কেন গুলিবিদ্ধ হতে হয়েছিল তাঁর বাবাকে?
নিমরতের জন্ম ১৯৮২ সালের ১৩ মার্চ। রাজস্থানে এক শিখ পরিবারে জন্ম নেন তিনি। বাবা ছিলেন মেজর ভূপিন্দর সিং, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম নক্ষত্র। ১৯৯৪ সালে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ঝাঁঝরা হয়ে যায় ভূপিন্দরের দেহ। সে সময় নিমরত মাত্র ১২ বছরের। এরপরেই গোটা পরিবার চলে আসে দিল্লিতে। প্রথমে দিল্লি পাবলিক স্কুল, পরে বিখ্যাত শ্রী রাম কলেজ থেকে বি.কমে স্নাতক হন নিমরত। আরও পড়াশোনার নেশায় নিমরত চলে আসেন মুম্বাই। সেখানেই শো-বিজের সঙ্গে আলাপ হয় তাঁর। শুরু করেন মডেলিংয়ের কাজ। ছবিতে ডেবিউ হয় ২০০৬ সালে ওয়ান নাইট উইদ অ্যা কিং নামক এক ইংলিশ ছবি দিয়ে।
আর হিন্দি ছবিতে ডেবিউ হয় অনুরাগ কাশ্যপের ‘পেডলারস’ দিয়ে। কানে দেখানো হয় সেই ছবি। বেশ প্রশংসিত হয় নিমরতের অভিনয়। তবে সেই ছবি তাঁকে জনপ্রিয়তা এনে দিতে পারেনি। ইরফান খানের বিপরীতে ‘লাঞ্চবক্স’-এর মধ্যে দিয়ে হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠেন নিমরত। এর পর একে একে অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ার লিফট’, ‘দশভি’র মধ্যে দিয়ে নিজের অভিনয়ের দক্ষতার প্রকাশ ঘটান নিমরত।
আর এই ‘দশভি’ মধ্যে দিয়েই অভিষেকের সঙ্গে সখ্য বাড়ে তাঁর, বলিউডের গুঞ্জন এমনটাই। নিমরতের এক বোন রয়েছেন, তাঁর নাম রুবিনা। রুবিনা পেশায় একজন মনস্তত্ত্ববিদ। সাম্প্রতিক কালের রটনা এই নিমরতের কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেক-ঐশ্বরিয়ার। এও শোনা যাচ্ছে তাঁরা নাকি বিয়েও করবেন। এ নিয়ে কোনও মন্তব্যই করেননি নিমরত। এই সব আলোচনার মধ্যেই এ দিন এক পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টটি তাঁর প্রয়াত পিতা শহিদ ভূপিন্দর সিংকে নিয়ে। বাবার মূর্তির সামনে তিনি জানিয়েছেন তাঁর অন্তরের সীমাহীন শ্রদ্ধা।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
নিমরতের জন্ম ১৯৮২ সালের ১৩ মার্চ। রাজস্থানে এক শিখ পরিবারে জন্ম নেন তিনি। বাবা ছিলেন মেজর ভূপিন্দর সিং, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম নক্ষত্র। ১৯৯৪ সালে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ঝাঁঝরা হয়ে যায় ভূপিন্দরের দেহ। সে সময় নিমরত মাত্র ১২ বছরের। এরপরেই গোটা পরিবার চলে আসে দিল্লিতে। প্রথমে দিল্লি পাবলিক স্কুল, পরে বিখ্যাত শ্রী রাম কলেজ থেকে বি.কমে স্নাতক হন নিমরত। আরও পড়াশোনার নেশায় নিমরত চলে আসেন মুম্বাই। সেখানেই শো-বিজের সঙ্গে আলাপ হয় তাঁর। শুরু করেন মডেলিংয়ের কাজ। ছবিতে ডেবিউ হয় ২০০৬ সালে ওয়ান নাইট উইদ অ্যা কিং নামক এক ইংলিশ ছবি দিয়ে।
আর হিন্দি ছবিতে ডেবিউ হয় অনুরাগ কাশ্যপের ‘পেডলারস’ দিয়ে। কানে দেখানো হয় সেই ছবি। বেশ প্রশংসিত হয় নিমরতের অভিনয়। তবে সেই ছবি তাঁকে জনপ্রিয়তা এনে দিতে পারেনি। ইরফান খানের বিপরীতে ‘লাঞ্চবক্স’-এর মধ্যে দিয়ে হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠেন নিমরত। এর পর একে একে অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ার লিফট’, ‘দশভি’র মধ্যে দিয়ে নিজের অভিনয়ের দক্ষতার প্রকাশ ঘটান নিমরত।
আর এই ‘দশভি’ মধ্যে দিয়েই অভিষেকের সঙ্গে সখ্য বাড়ে তাঁর, বলিউডের গুঞ্জন এমনটাই। নিমরতের এক বোন রয়েছেন, তাঁর নাম রুবিনা। রুবিনা পেশায় একজন মনস্তত্ত্ববিদ। সাম্প্রতিক কালের রটনা এই নিমরতের কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেক-ঐশ্বরিয়ার। এও শোনা যাচ্ছে তাঁরা নাকি বিয়েও করবেন। এ নিয়ে কোনও মন্তব্যই করেননি নিমরত। এই সব আলোচনার মধ্যেই এ দিন এক পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টটি তাঁর প্রয়াত পিতা শহিদ ভূপিন্দর সিংকে নিয়ে। বাবার মূর্তির সামনে তিনি জানিয়েছেন তাঁর অন্তরের সীমাহীন শ্রদ্ধা।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে