চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ইউএনও'র নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন দুই হাজার পাঁচশত মিটারের ৫টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম, আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।
এ ব্যাপরে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর মা-মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
বাংলা স্কুপ/হাটহাজারী প্রতিনিধি/এসকে
সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ইউএনও'র নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন দুই হাজার পাঁচশত মিটারের ৫টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম, আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।
এ ব্যাপরে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর মা-মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
বাংলা স্কুপ/হাটহাজারী প্রতিনিধি/এসকে