দীর্ঘ চার বছর পর আবারও শুরু হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। বিশ্ব দরবারে বাংলার লোকসংগীতকে ছড়িয়ে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হতো আন্তর্জাতিক এই লোকসংগীতের উৎসব। ২০১৫ সালে সর্বপ্রথম লোকসংগীতের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ১৭ দেশের ৫০০ লোকসংগীত শিল্পী অংশ নেন। এরপর থেকে প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও করোনাকালীন মহামারীর কারণে ২০২০ সাল থেকে বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি।
তবে দীর্ঘ চার বছর বিরতি কাটিয়ে এবার শীতেই বসছে সংগীতের এ বড় উৎসব। আশা করা হচ্ছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে আবারও শুরু হতে পারে ফোকফেস্ট।
বরাবরের মতো আর্মি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ উৎসব। তবে আগের উৎসবের তুলনায় এবারের আয়োজনে বেশি জাঁকজমক আর শিল্পী তালিকাতে চমক থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
বাংলা স্কুপ/এইচ বাশার/এসকে
তবে দীর্ঘ চার বছর বিরতি কাটিয়ে এবার শীতেই বসছে সংগীতের এ বড় উৎসব। আশা করা হচ্ছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে আবারও শুরু হতে পারে ফোকফেস্ট।
বরাবরের মতো আর্মি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ উৎসব। তবে আগের উৎসবের তুলনায় এবারের আয়োজনে বেশি জাঁকজমক আর শিল্পী তালিকাতে চমক থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
বাংলা স্কুপ/এইচ বাশার/এসকে