
থাইল্যান্ড ও কম্বোডিয়া নিজেদের মধ্যে ‘নিঃশর্ত অস্ত্রবিরতি’ কার্যকর করতে সম্মত হয়েছে। সোমবার (২৮ জুলাই) মধ্যরাত থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে বলে এক ঘোষণায় জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর এএফপির।
মালয়েশিয়ার পুত্রজায়ায় আয়োজন করা দুদেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতা করার পর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর দুপাশে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই উপস্থিত ছিলেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়েই তাদের মধ্যে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে আর সেটি হলো- তাৎক্ষণিক ও শর্তহীনভাবে স্থানীয় সময় ২৮ জুলাই মধ্যরাত (অর্থাৎ আজ রাত) থেকে অস্ত্রবিরতি কার্যকর হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
মালয়েশিয়ার পুত্রজায়ায় আয়োজন করা দুদেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতা করার পর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর দুপাশে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই উপস্থিত ছিলেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়েই তাদের মধ্যে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে আর সেটি হলো- তাৎক্ষণিক ও শর্তহীনভাবে স্থানীয় সময় ২৮ জুলাই মধ্যরাত (অর্থাৎ আজ রাত) থেকে অস্ত্রবিরতি কার্যকর হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে