বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে সহায়তা হিসেবে তাঁর জ্যেষ্ঠ বোন মিতু তরুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগত ভাইস চ্যান্সেলর ভিসি ড. কাজী রফিকুল ইসলাম তাঁকে এ নিয়োগ দেন। এ সময় উপস্থিত ছিলেন হৃদয় তরুয়ার মাতা অর্চনা রানী, ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, প্রফেসর মো জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোসহ আরো অনেকে।
উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩ টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ভোর সাড়ে ৫ টার দিকে তাঁর মৃত্যু হয়।
বাংলা স্কুপ/পটুয়াখালী প্রতিনিধি/এসকে
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগত ভাইস চ্যান্সেলর ভিসি ড. কাজী রফিকুল ইসলাম তাঁকে এ নিয়োগ দেন। এ সময় উপস্থিত ছিলেন হৃদয় তরুয়ার মাতা অর্চনা রানী, ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, প্রফেসর মো জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোসহ আরো অনেকে।
উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩ টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ভোর সাড়ে ৫ টার দিকে তাঁর মৃত্যু হয়।
বাংলা স্কুপ/পটুয়াখালী প্রতিনিধি/এসকে