জীবনের ভালমন্দ সবই হাসিমুখে গ্রহণ করেছেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ দুই সন্তান নিয়ে ভরা সংসার পরীমণির। জীবনের সমস্ত ভালমন্দই তাঁর কাছে উদযাপনের উপকরণ। পরিস্থিতি যা-ই হোক না কেন, জীবনে উদযাপনের মধ্যেই আনন্দের রসদ খুঁজে নিয়েছেন নায়িকা। সম্প্রতি নিজের বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করেছেন। তেমনই এবার দুই ছেলেমেয়েকে পাশে নিয়ে জন্মদিন পালন করলেন। ইচ্ছে যদিও ছিল না, তবু করলেন। নতুন নজির গড়েছেন যে! সম্প্রতি ফেসবুকে ১৬ মিলিয়ন অনুসরণকারী হয়েছে তাঁর। যা কিনা বাংলাদেশের অন্য তারকাদের তুলনায় তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে।
এতদিন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের এই পরিমাণ অনুসরণকারী ছিল। নায়িকা তাঁকেও ছাপিয়ে গিয়েছেন। তাই জন্মদিনে ‘১৬ মিলিয়ন’ লেখা কেক কাটলেন তিনি। তবু এই বিশেষ দিনে বার বার মনে পড়ছে একজনেরই কথা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৩২ পা দিলেন নায়িকা। সমাজমাধ্যমে জন্মদিন উদযাপনের সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। এমনিতেই জন্মদিন বেশ ঘটা করেই পালন করতেন পরীমণি। অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে কাটানোর সময়ে বরাবরই বেশ বড় করে জন্মদিন উদযাপন করতেন। সেই সম্পর্ক আর নেই। পথ আলাদা হয়ে গিয়েছে। যদিও সেই বিষয়ে কোনও আক্ষেপ প্রকাশ করেননি অভিনেত্রী। বরং জন্মদিনে নিজের নানুভাই (দাদু)-এর কথাই বার বার মনে পড়ছে তাঁর। দাদুকে ছাড়া কেক কাটতে মন সায় না দিলেও সমাজমাধ্যমের যে পরিবার, তাদের সকলের জন্য নাকি শেষ পর্যন্ত এমন আয়োজন করলেন নায়িকা।
পরী জানেন, জীবন রুপালি পর্দা নয়, ঘোর বাস্তব। তাই চড়াই-উতরাই পেরিয়ে তাঁকে হাসতেই হবে, ভাল থাকতেই হবে। নানাভাইকে হারিয়ে আঁকড়ে ধরেছেন সন্তানদের, পোষ্য সারমেয়কে। এরাই পরীর ইচ্ছেডানা। সূত্র : আনন্দবাজার অনলাইন
বাংলা স্কুপ/এসকে
এতদিন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের এই পরিমাণ অনুসরণকারী ছিল। নায়িকা তাঁকেও ছাপিয়ে গিয়েছেন। তাই জন্মদিনে ‘১৬ মিলিয়ন’ লেখা কেক কাটলেন তিনি। তবু এই বিশেষ দিনে বার বার মনে পড়ছে একজনেরই কথা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৩২ পা দিলেন নায়িকা। সমাজমাধ্যমে জন্মদিন উদযাপনের সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। এমনিতেই জন্মদিন বেশ ঘটা করেই পালন করতেন পরীমণি। অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে কাটানোর সময়ে বরাবরই বেশ বড় করে জন্মদিন উদযাপন করতেন। সেই সম্পর্ক আর নেই। পথ আলাদা হয়ে গিয়েছে। যদিও সেই বিষয়ে কোনও আক্ষেপ প্রকাশ করেননি অভিনেত্রী। বরং জন্মদিনে নিজের নানুভাই (দাদু)-এর কথাই বার বার মনে পড়ছে তাঁর। দাদুকে ছাড়া কেক কাটতে মন সায় না দিলেও সমাজমাধ্যমের যে পরিবার, তাদের সকলের জন্য নাকি শেষ পর্যন্ত এমন আয়োজন করলেন নায়িকা।
পরী জানেন, জীবন রুপালি পর্দা নয়, ঘোর বাস্তব। তাই চড়াই-উতরাই পেরিয়ে তাঁকে হাসতেই হবে, ভাল থাকতেই হবে। নানাভাইকে হারিয়ে আঁকড়ে ধরেছেন সন্তানদের, পোষ্য সারমেয়কে। এরাই পরীর ইচ্ছেডানা। সূত্র : আনন্দবাজার অনলাইন
বাংলা স্কুপ/এসকে