
দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে ৮ একর সরকারি রিজার্ভ বনভূমি দখলমুক্ত করে বৃক্ষ রোপণ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বন বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে বন বিভাগের দিনাজপুর জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদের নেতৃত্বে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালায়।
বনবিভাগ সূত্রে জানা যায়, ভাদুরিয়া বিটের চকনওদা মৌজায় সংরক্ষিত বনের প্রায় ৮ একর জমি বন বিভাগ যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার করে। প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন কর্মকর্তারা।
দিনাজপুর (বিরামপুর) সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ জানান, দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে স্থানীয়দের দখলে ছিল । এগুলো বন বিভাগের গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। স্থানীয়রা অবৈধভাবে দখল করে এখানে চাষাবাদ করতেন। বন বিভাগ থেকে তাদের একাধিকবার জমিগুলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হয়।
কিন্তু স্থানীয়রা বন বিভাগের ডাকে সাড়া না দিয়ে অবৈধভাবে সেখানে চাষাবাদ করতে থাকেন। দীর্ঘদিন দখলে থাকা বনের জমিগুলো উদ্ধার করতেই সেখানে যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ ও উদ্ধার অভিযান পরিচালনা করে ৮ একর বনের জমি উদ্ধার করা হয়েছে।
পরে উদ্ধারকৃত জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে বলে জানান তানভীর ইসলাম নাহিদ।
উচ্ছেদ অভিযানে, যৌথবাহিনী, রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, বিরামপুর চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাতসহ বিটের অধিনে সকল উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এএ/এসকে
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বন বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে বন বিভাগের দিনাজপুর জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদের নেতৃত্বে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালায়।
বনবিভাগ সূত্রে জানা যায়, ভাদুরিয়া বিটের চকনওদা মৌজায় সংরক্ষিত বনের প্রায় ৮ একর জমি বন বিভাগ যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার করে। প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন কর্মকর্তারা।
দিনাজপুর (বিরামপুর) সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ জানান, দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে স্থানীয়দের দখলে ছিল । এগুলো বন বিভাগের গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। স্থানীয়রা অবৈধভাবে দখল করে এখানে চাষাবাদ করতেন। বন বিভাগ থেকে তাদের একাধিকবার জমিগুলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হয়।
কিন্তু স্থানীয়রা বন বিভাগের ডাকে সাড়া না দিয়ে অবৈধভাবে সেখানে চাষাবাদ করতে থাকেন। দীর্ঘদিন দখলে থাকা বনের জমিগুলো উদ্ধার করতেই সেখানে যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ ও উদ্ধার অভিযান পরিচালনা করে ৮ একর বনের জমি উদ্ধার করা হয়েছে।
পরে উদ্ধারকৃত জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে বলে জানান তানভীর ইসলাম নাহিদ।
উচ্ছেদ অভিযানে, যৌথবাহিনী, রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, বিরামপুর চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাতসহ বিটের অধিনে সকল উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এএ/এসকে