
গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে আবারও হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এসময় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে রাখা হয়।
পুলিশ সুপার কার্যালয়ে থাকার কথা নিশ্চিত করে এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার করেছে। আমাদের বর্তমানে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। বহরের অপর অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপরও হামলার আশঙ্কা করছি আমরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/ এনআইএন
বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে রাখা হয়।
পুলিশ সুপার কার্যালয়ে থাকার কথা নিশ্চিত করে এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার করেছে। আমাদের বর্তমানে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। বহরের অপর অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপরও হামলার আশঙ্কা করছি আমরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/ এনআইএন