​কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন আরো বেড়েছে

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১২:১২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৫:২৫:০৮ অপরাহ্ন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরো বেড়েছে। কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে বর্তমানে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

এর আগে চলতি বছরে গত বুধবার (৯ জুলাই) প্রথমবারের মতো এই কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল করা সম্ভব হয়, যার মাধ্যমে মোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। পাঁচদিনের ব্যবধানে আরো পাঁচ ইউনিট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে দেশের একমাত্র এই পানি বিদ্যুৎকেন্দ্রে। এই কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার (১৫ জুলাই) রাত আটটা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। এরমধ্যে ১, ২ ও ৩ নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।তিনি আরো জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার রাত আটটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৯৮.৬৭ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এই সময় হ্রদে পানি থাকার কথা ৮৬.০৮ এমএসএল। অর্থাৎ বর্তমান সময়ে প্রায় ১২ ফুট পানি বেশি রয়েছে কাপ্তাই হ্রদে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :