​ভারী বর্ষণে খুলনায় ১১০০ হেক্টর জমির ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:১০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:৫৮:০৭ অপরাহ্ন
এ বছর আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুঁড়ি গুঁড়ি, হালকা ও ভারি বৃষ্টি হচ্ছে। এতে আমন ধানের বীজতলা, সবজিক্ষেত, মৎস্য ঘের, নার্সারি, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটানা ভারী বৃষ্টিতে খুলনার এক হাজার ১শ হেক্টর জমির ধান ও সবজি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আউশ ধানের জমি রয়েছে ১৯২ হেক্টর ও সবজি আক্রান্ত হয়েছে ৪৫৯ হেক্টর।

খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘খুলনায় বর্তমানে ফসলি জমি ১৮ হাজার ৯১৭ হেক্টর। এর মধ্যে অতিবৃষ্টির কারণে প্রাথমিকভাবে আক্রান্ত ফসলি জমির পরিমাণ এক হাজার ১শ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির জমি ৪৫৯ হেক্টর, মরিচের জমি ২৩ হেক্টর, আউশ ধানের জমি ১৯২ হেক্টর, অফ সিজন তরমুজের জমি ২৭২ হেক্টর, পান বরজ ১০ হেক্টর, আমন বীজতলা ৬৩ হেক্টর, বোনা আমন ৭০ হেক্টর। সম্পূর্ণ ক্ষতি নির্ধারণ করার পর আর্থিক ক্ষতির হিসাব করা হবে।’

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন জানান, কয়েক দিনের ভারী বর্ষণে অনেকে এলাকা প্লাবিত হয়ে আমন ধানের বীজতলা তলিয়ে গেছে এবং সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ইউনিয়নে কাজ করছেন। দ্রুত প্লাবিত এলাকার পানি সরে গেলে আমন ধানের চারার তেমন ক্ষতি হবে না।

উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েকশ নার্সারি ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত ও আমন ধান ঝোড়ো হাওয়ায় পড়ে পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের একটানা বৃষ্টিতে মানুষের জনদুর্ভোগ বেড়েই চলেছে। ওই এলাকার কৃষক সামাদ গাজী জানান, ভারী বৃষ্টিতে নার্সারি, সবজি ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। তার কুল, পেয়ারা ও লেবুর প্রায় তিন হাজার ছোট চারা পানির নিচে তলিয়ে আছে। বাড়ির উঠান পর্যন্ত তালিয়ে রয়েছে।

পাইকগাছা উপজেলার অনেকেরই একই অভিযোগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পানি নিষ্কাশনের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। তা ছাড়া ব্যক্তিস্বার্থে কিছু মানুষ বাড়ির সামনের বা পাশের ড্রেন বন্ধ করে রাখায় বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানি ঠিকমতো বের হতে পারছে না। এতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাইকগাছা মেইন সড়কের গোলাবাটি, সলুয়া, নতুন বাজার ও জিরো পয়েন্ট এলাকার ভাঙা রাস্তা আরও ভেঙে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :