বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১২:০৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১২:০৫:০৫ অপরাহ্ন
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে সুয়ালক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে। আর এই ঘটনায় আহত রয়েছেন আরও কয়েকজন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে হঠাৎ করে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। আগুনের তীব্রতায় বেশ কয়েকটি বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয় এবং শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে পুরো বাড়িগুলো জ্বলতে থাকে। 

এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ-সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃট হয়ে দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও  রুনলে ম্রো (৩৫) মারা যায়। এসময় আরও কয়েকজন আহত হয়।সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বিদ্যুৎস্পৃট হয়ে তিনজন নারীর মৃত্যু হয়েছে নিশ্চিত করে জানান, এই ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বিদ্যুৎস্পৃট হয়ে তিন নারীর মৃত্যু ও কয়েকজন আহত হওয়ায় ঘটনার পরপরই বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি তদন্ত টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :