​‘ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না, সমানে অ্যাটাক আসে’

আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৬:৫৪:২৮ অপরাহ্ন
মোবাইল ইন্টারনেটের দাম নিয়ে গ্রাহক অসন্তোষের আঁচ নিজেই টের পাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না। সমানে অ্যাটাক আসে–কেনা ইন্টারনেটের দাম কমাতে পারছি না। কেন ইন্টারেনেটের দাম বাড়ছে।’

শনিবার (১২ জুলাই) টিআরএনবি আয়োজিত কর্মশালায় ফয়েজ আহমদ তৈয়্যব মোবাইল ইন্টারনেটের ধীরগতি এবং দাম নিয়ে অপারেটরদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, টেলিকম খাত ঢেলে সাজাতে স্বৈরাচারী আমলের সব আইন বাদ দিয়ে নতুন করে আইন প্রণয়ন করা হবে।

সেমিনারে নতুন টেলিকম নীতিতে মোবাইল সেবা প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা সর্বোচ্চ ৮৫ শতাংশ রাখা, টাওয়ারে ফাইবার সংযোগের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়াসহ নানা বিষয়ে অপারেটররা আপত্তির ফিরিস্তি তুলতে গেলে আটকে দেন ফয়েজ আহমদ তৈয়্যব।

লোভনীয় অফার দেয়া সত্ত্বেও গেল জুন থেকে এপ্রিল পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটররা। সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত এ-সংক্রান্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, সিম ট্যাক্স নয়; বরং নিম্নমানের সেবার কারণে মানুষ মোবাইল ইন্টারনেট বিমুখ হচ্ছে।

সেমিনারে সেবার মান খারাপের পেছনে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :