
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে সম্প্রতি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে কোনো বিলম্ব হয়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাজধানীর সূত্রাপুরে মিলব্যারাক পুলিশ লাইনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, মিটফোর্ডের পাশাপাশি চাঁদপুর এবং বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানোর মতো ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। কোথাও নীরব ভূমিকা পালন করা হয়নি।
আদালতে অপরাধীরা বারবার জামিন পেয়ে মুক্তি পাচ্ছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করব না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো অপরাধীদের আইনের মুখোমুখি করা, আমরা সেটাই করছি।
সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার পর নৃশংসভাবে লাশ টেনে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
শনিবার (১২ জুলাই) রাজধানীর সূত্রাপুরে মিলব্যারাক পুলিশ লাইনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, মিটফোর্ডের পাশাপাশি চাঁদপুর এবং বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানোর মতো ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। কোথাও নীরব ভূমিকা পালন করা হয়নি।
আদালতে অপরাধীরা বারবার জামিন পেয়ে মুক্তি পাচ্ছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করব না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো অপরাধীদের আইনের মুখোমুখি করা, আমরা সেটাই করছি।
সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার পর নৃশংসভাবে লাশ টেনে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে