
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তিন দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক সংলাপের প্রথম দিনের আলোচনা ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টা আগে শেষ হয়েছে। বিস্তৃত এ আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবারো বৈঠক শুরু হবে। শুক্রবারও আলোচনা চলবে বলে দুই পক্ষ জানিয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক সংলাপের প্রথম দিনের আলোচনা ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টা আগে শেষ হয়েছে। বিস্তৃত এ আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবারো বৈঠক শুরু হবে। শুক্রবারও আলোচনা চলবে বলে দুই পক্ষ জানিয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে