রিমান্ড শেষে ডিভিশনসহ কারাগারে কামাল মজুমদার

আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৬:৩৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৬:৫৪:৩৬ অপরাহ্ন
রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) সকালে কাফরুল থানায় দায়ের করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালত চিকিৎসা ও ডিভিশনসহ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

ভিডিও : রিমান্ড শেষে ডিভিশনসহ কারাগারে কামাল মজুমদার

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :