​হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা ইসরায়েলের

আপলোড সময় : ২১-১০-২০২৪ ০১:০৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৬:২৪:৫৯ অপরাহ্ন
লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার (২০ অক্টোবর) এই অভিযানের মূল টার্গেট ছিল গোষ্ঠীটির অর্থনৈতিক স্থাপনা।
রাজধানী বৈরুতের দক্ষিনাঞ্চলে অন্তত ১২ দফায় ড্রোন ও মিসাইল ছুঁড়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ- আইডিএফ’র দাবি, ব্যাংকসহ হিজবুল্লাহর অন্যান্য অর্থনৈতিক অবকাঠামোয় চালানো হয়েছে অভিযান। গোষ্ঠীটির আর্থিক শাখা, আল-কার্দ-আল হাসান অ্যাসোসিয়েশন ধ্বংস করাই মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে তেলআবিব।
সবচেয়ে বেশি হামলা হয়েছে দাহিয়ে এলাকায়। লেবাননে হিজবুল্লাহর অন্তত ৩০টি অর্থনৈতিক কার্যালয় রয়েছে। যার মাঝে ১৫টিই বৈরুতে অবস্থিত। জনবহুল এলাকায় লাগাতার হামলায় আতঙ্কিত বাসিন্দারা। নতুন করে বৈরুত, বেকা ভ্যালিসহ দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :