মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনবান্ধব উইকেট বিবেচনায় এক পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। একাদশে তিন স্পিনার হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান।
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ঐ টেস্ট থেকে বাদ পড়েছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে মাহমুদুল হাসান জয়, জাকের আলি ও নাইম হাসানের।
এর মধ্যে অভিষেক হচ্ছে জাকেরের। ৪৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২৮৬২ রান করেছেন জাকের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্টে মুখোমুখি হলেও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১২টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : আইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটস্কি, কাইল ভেরেইনি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ড্যান পিয়েট।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনবান্ধব উইকেট বিবেচনায় এক পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। একাদশে তিন স্পিনার হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান।
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ঐ টেস্ট থেকে বাদ পড়েছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে মাহমুদুল হাসান জয়, জাকের আলি ও নাইম হাসানের।
এর মধ্যে অভিষেক হচ্ছে জাকেরের। ৪৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২৮৬২ রান করেছেন জাকের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্টে মুখোমুখি হলেও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১২টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : আইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটস্কি, কাইল ভেরেইনি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ড্যান পিয়েট।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে