
রাজধানীর হাতিরঝিল এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এগিয়ে বাংলাদেশ’ শিরোনামের এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ৮০০ প্রতিযোগী। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এই দৌড়ে ছিল দুটি সেগমেন্ট। ৭ কিলোমিটার ও ১৫ কিলোমিটার।
এদিন নারী-পুরুষ সকল বয়সের দৌড়প্রেমীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা। আয়োজকরা জানিয়েছেন, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং তরুণদের হাঁটা ও দৌঁড়ানোর প্রতি অনুপ্রাণিত করা।
প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে Anti-clockwise বা বিপরীতমুখী রুটে অনুষ্ঠিত হয়। আর এটিই ছিল দেশের ইতিহাসে প্রথম ইভেন্ট যেখানে RBAN Timing Solutions প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে পারেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেয়া হয় পদক। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে
এদিন নারী-পুরুষ সকল বয়সের দৌড়প্রেমীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা। আয়োজকরা জানিয়েছেন, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং তরুণদের হাঁটা ও দৌঁড়ানোর প্রতি অনুপ্রাণিত করা।
প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে Anti-clockwise বা বিপরীতমুখী রুটে অনুষ্ঠিত হয়। আর এটিই ছিল দেশের ইতিহাসে প্রথম ইভেন্ট যেখানে RBAN Timing Solutions প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে পারেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেয়া হয় পদক। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে