
অবিলম্বে বাংলাদেশ সমঅধিকার পার্টিকে (বিএসপি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন এর আগে দলটির নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ নিবন্ধন দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট। ফলে বাংলাদেশ সমঅধিকার পার্টির নিবন্ধনে কোনো বাধা নেই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
বৃহস্পতিবার (৩ জুলাই) এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন এর আগে দলটির নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ নিবন্ধন দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট। ফলে বাংলাদেশ সমঅধিকার পার্টির নিবন্ধনে কোনো বাধা নেই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে