​গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০১:৪১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০১:৪১:৩৫ অপরাহ্ন
রাজধানীর ভাটারা নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।  বুধবার (২জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দগ্ধরা হলেন– গৃহকর্তা হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫) ও ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)। তাদের মধ্যে হালিমের শরীরের ৩৩ শতাংশ, হানিফের ৯০ শতাংশ, শিউলির ১ শতাংশ ও রহিমার ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হালিমের ভাগনে সাগর জানান, সন্ধ্যা ৭টায় রাতের রান্না করতে চুলা জ্বালালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারে সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তিনি। তারা ভাটারা থানার আবুল কালাম খন্দকারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :