অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে।
রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া টাকা ফেরত আনতে আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমরা টাকা ফেরত আনার কাজ শুরু করেছি।’
বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, মৌসুমি পণ্যসহ অন্যান্য সকল সবজির দাম শিগগিরই কমে আসবে। এছাড়াও বাজার স্থিতিশীল করার জন্য আমরা সবকিছু করছি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং অন্যান্য সংস্থাগুলো নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, বাজার স্থিতিশীল করতে সরকার নগরীর বিভিন্ন এলাকায় ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে। এছাড়াও টিসিবি,কৃষি বিপণন অধিদপ্তর এবং আরও কিছু বেসরকারি সংস্থা ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে।
সরকার টিসিবির অধীনে বিক্রির পরিমাণ আরও বাড়াবে বলে জানান অর্থ উপদেষ্টা। সূত্র : বাসস।
বাংলা স্কুপ/এসকে
রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া টাকা ফেরত আনতে আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমরা টাকা ফেরত আনার কাজ শুরু করেছি।’
বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, মৌসুমি পণ্যসহ অন্যান্য সকল সবজির দাম শিগগিরই কমে আসবে। এছাড়াও বাজার স্থিতিশীল করার জন্য আমরা সবকিছু করছি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং অন্যান্য সংস্থাগুলো নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, বাজার স্থিতিশীল করতে সরকার নগরীর বিভিন্ন এলাকায় ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে। এছাড়াও টিসিবি,কৃষি বিপণন অধিদপ্তর এবং আরও কিছু বেসরকারি সংস্থা ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে।
সরকার টিসিবির অধীনে বিক্রির পরিমাণ আরও বাড়াবে বলে জানান অর্থ উপদেষ্টা। সূত্র : বাসস।
বাংলা স্কুপ/এসকে