ভোগান্তির শংকা

​মোটরযানের ফিটনেস পরীক্ষা আউটসোর্সিংয়ের উদ্যোগ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:০৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:০৬:৪১ অপরাহ্ন
যানবাহন সড়কে চলাচলের উপযুক্ত কি না, তার পরীক্ষা বিভিন্ন অটোমোবাইল ওয়ার্কশপের মাধ্যমে করাতে চায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিএ)। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (৩ জুলাই) অংশীজনদের নিয়ে বৈঠকে বসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রেলভবনের সভা কক্ষে সকাল এগারোটায় বৈঠকটি হবে। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর কর্মকর্তা, বডি প্রস্তুতকারক ও ওয়ার্কশপ সংশ্লিষ্ট প্রতিনিধি, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বীমা কর্তৃপক্ষ ও ড্রাইভিং ট্রেনিং স্কুল সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এবং  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সভার নোটিশ থেকে জানা গেছে, এই বৈঠকেই বিআরটিএর ফিটনেস স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন অটোমোবাইল ওয়ার্কশপের মাধ্যমে মোটরযানের ফিটনেস পরীক্ষা আউটসোর্সিং করার সম্ভাব্যতা যাচাই করা হবে। এছাড়া আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন ও মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা এবং বীমা সংক্রান্ত বিষয়ে আলোচনাও বৈঠকের এজেন্ডায় রয়েছে।

এদিকে, বিভিন্ন অটোমোবাইল ওয়ার্কশপের মাধ্যমে মোটরযানের ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হলে ভোগান্তির আশংকা করছেন সেবাগ্রহীতারা। তাঁরা বলছেন, এমনিতেই থার্ড পার্টির জন্য সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। গত বছরের প্রায় সাত লাখ ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি এখনও আটকে আছে। প্রতিদিনই বাড়ছে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদকারীদের সংখ্যা। টেবিলে টেবিলে ধরনা দিয়েও লাইসেন্স মিলছে না। তার উপর মোটরযানের ফিটনেস পরীক্ষাও যদি থার্ড পার্টি দিয়ে করানো হয়, ভুক্তভোগীদের দুর্ভোগ তাতে আরো বাড়বে। পকেট ভারী হবে মধ্যস্বত্বভোগীদের।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :