
ঝিনাইদহের শৈলকূপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ‘শুশুক’। যা স্থানীয়ভাবে ‘শিশু’ নামে পরিচিত হলেও এটি ডলফিনের ভিন্ন একটি প্রজাতি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে স্থানীয় এক জেলের জালে ওই জলজ প্রাণীটি ধরা পড়ে।
স্থানীয় মৎস্যজীবী বিধান ও বিপুল মাঝি জানান, বিকেলে মাছ ধরার সময় হঠাৎ জালের সঙ্গে শুশুকটি উঠে আসে। বিরল প্রজাতির জলজ প্রাণীটি দেখতে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে পাড়ে উঠানোর পরই শুশুকটি মারা যায়।হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খিলাফত বিশ্বাস বলেন, ঘটনাটি বিকেলে জানতে পারি। যেই জেলের জালে প্রাণীটি ধরা পড়েছে, তাদেরকে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। তবে জালে বেঁধে যাওয়ায় প্রাণীটি পাড়ে তোলা হয়। এসময় প্রাণীটি মারা যায়। পরে বনবিভাগের লোকজন সেটি নিয়ে গেছে।
এব্যাপারে বনবিভাগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। শৈলকূপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, একজন জেলের জালে শুশুকটি ধরা পড়ে। পরে নদীর পাড়ে তোলার পরই সেটি মারা যায়।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
স্থানীয় মৎস্যজীবী বিধান ও বিপুল মাঝি জানান, বিকেলে মাছ ধরার সময় হঠাৎ জালের সঙ্গে শুশুকটি উঠে আসে। বিরল প্রজাতির জলজ প্রাণীটি দেখতে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে পাড়ে উঠানোর পরই শুশুকটি মারা যায়।হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খিলাফত বিশ্বাস বলেন, ঘটনাটি বিকেলে জানতে পারি। যেই জেলের জালে প্রাণীটি ধরা পড়েছে, তাদেরকে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। তবে জালে বেঁধে যাওয়ায় প্রাণীটি পাড়ে তোলা হয়। এসময় প্রাণীটি মারা যায়। পরে বনবিভাগের লোকজন সেটি নিয়ে গেছে।
এব্যাপারে বনবিভাগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। শৈলকূপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, একজন জেলের জালে শুশুকটি ধরা পড়ে। পরে নদীর পাড়ে তোলার পরই সেটি মারা যায়।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন