
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) নামে এক পলাতক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার সুজন বড়ুয়া সাইমন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নগরের কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন বড়ুয়ার বিরুদ্ধে বায়েজিদ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারা এবং দণ্ডবিধির ১২০(বি) ধারায় মামলা রয়েছে। এছাড়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় চুরি ও নাশকতা সংক্রান্ত আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।’
তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সুজন বড়ুয়াকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার সুজন বড়ুয়া সাইমন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নগরের কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন বড়ুয়ার বিরুদ্ধে বায়েজিদ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারা এবং দণ্ডবিধির ১২০(বি) ধারায় মামলা রয়েছে। এছাড়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় চুরি ও নাশকতা সংক্রান্ত আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।’
তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সুজন বড়ুয়াকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে