​নির্বাচন

মীমাংসিত ইস্যুকে ফের বিতর্কিত করা হচ্ছে: সপু

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:০৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:০৭:৩২ অপরাহ্ন
নির্বাচন নিয়ে ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে আবারও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি মীর সরফত আলী সপু। 

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডা. জাহিদুল কবির, গভর্নিং বডির দাতা সদস্য জুয়েল শেখ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডা. মোশারফসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গনে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :