​পুলিশের ৮০ কর্মকর্তার পদায়ন

আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১০:০৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১০:০৭:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদায়নের কথা জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে ৪৮ জনকে এবং অপর প্রজ্ঞাপনে ৩২ জনকে পদায়নের বিষয়ে জানানো হয়।
যাঁদের পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে ৫২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন। তারা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছিলেন। তবে পদায়নের পর এখন তারা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দায়িত্বে নিয়োজিত হবেন।

কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন : প্রজ্ঞাপন ১ এবং প্রজ্ঞাপন ২


বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :