অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, দীর্ঘদিন ধরে চলে আসা বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করে যাচ্ছি। সিন্ডিকেট ভাঙতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।
আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, ভোক্তাদের যেন সিন্ডিকেটের উপর নির্ভর করতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। যুবকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
শ্রম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেটের অনেক হোতা এখনও রয়ে গেছে দেশে। তাদের দৌড়াত্ম্য থামাতে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রি কার্যক্রম বাড়ানো হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।
আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, ভোক্তাদের যেন সিন্ডিকেটের উপর নির্ভর করতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। যুবকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
শ্রম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেটের অনেক হোতা এখনও রয়ে গেছে দেশে। তাদের দৌড়াত্ম্য থামাতে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রি কার্যক্রম বাড়ানো হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে